ধরি,
চায়ের মিশ্রণের পরিমাণ = ১০০ কেজি
১৫ টাকা দরে এক ধরনের চায়ের পরিমাণ =x কেজি
∴২০ " " " " " = ( ১০০-x ) "
শর্তমতে,
[১৫x + {২০ (১০০-x )}] = ( ১৬.৫ × ১০০ )
বা, ১৫x + ২০০০ - ২০x = ১৬৫০
বা, ৫x =৩৫০
বা, x = ৭০
∴ মিশ্রণের চায়ের অনুপাত = {x/(১০০-x)}
= {৭০/(১০০-৭০)}
= ৭০/৩০
= ৭/৩
= ৭ : ৩