মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ কাব্যের উৎস কী?
A রামায়ণ
B মহাভারত
C ভগবৎ
D কুমারসম্ভব
Solution
Correct Answer: Option A
মধুসূদন দত্তের বিখ্যাত কাব্যগ্রন্হ মেঘনাদবধ কাব্য যা হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত। কাব্যটিতে নয়টি সর্গ রয়েছে। এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। এটি মহাকাব্য হিসেবে বিবেচিত হয়। কাব্যটি মাইকেলের শ্রেষ্ঠ সৃষ্টি।