'চিলেকোঠার সেপাই' কোন প্রেক্ষাপটে রচিত ?

A সত্তরের নির্বাচন

B বায়ান্নের ভাষা আন্দোলন

C ঊনসত্তরের গনঅভ্যুথান

D ৭১ সালের মুক্তিযুদ্ধ

Solution

Correct Answer: Option C

ঊনসত্তরের (১৯৬৯) গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই'। ওসমানের পিতার মৃত্যুর স্বপ্নদৃশ্য দিয়ে উপন্যাস আরম্ভ। [উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) ]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions