তিন অংক বিশিষ্ট একটি সংখ্যার শতক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অংকের থেকে ২ বেশি এবং একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অংকের থেকে ২ কম, যদি অংকগুলোর যোগফল ১৮ হয়, তাহলে সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
মনেকরি, সংখ্যাটি 100a + 10b + c
a = b + 2
c = b - 2
a + b + c = 3b = 18 => b = 6
So a = 8 and c = 4
তাহলে, সংখ্যাটি 864