‘যতদিন রবে পদ্মা, যমুনা, গৌরী, মেঘনা বহমান ততদিন রবে কীর্তি তোমান শেখ মুজিবুর রহমান’- এ লাইন দুটির রচয়িতা কে ? 

A শামসুর রাহমান

B আবুল ফজল

C রনেশ দাশগুপ্ত 

D অন্নদাশঙ্কর রায়

Solution

Correct Answer: Option D

- 'যতদিন রবে পদ্মা-মেঘনা-গৌরী-যমুনা বহমান / ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।'- পঙ্ক্তিটি অন্নদাশঙ্কর রায় রচিত 'বঙ্গবন্ধু' শীর্ষক ছড়ার অন্তর্গত।
- এটি তিনি ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে  বঙ্গবন্ধুকে নিয়ে রচনা করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions