Solution
Correct Answer: Option A
- ব্রিটিশ শাসিত ভারতবর্ষের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, চল্লিশের দশকের ভঙ্গুর ও বিপর্যস্ত সময়কে বাস্তব অভিজ্ঞতার আলোকে তুলে ধরে কাজী নজরুল ইসলাম রচনা করেন বিখ্যাত উপন্যাস 'মৃত্যুক্ষুধা (১৯৩০)।
- কৃষ্ণনগরের চাঁদসড়কের দরিদ্র হিন্দু-মুসলিম- খ্রিষ্টান সম্প্রদায়ের দারিদ্র্য ও দুঃখেভরা জীবন নিয়ে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে।
- কাজী নজরুল ইসলাম রচিত নাটক 'ঝিলিমিলি' (১৯৩০), 'আলেয়া' (গীতিনাট্য, ১৯৩১), 'মধুমালা' (গীতিনাট্য, ১৯৫৯)।