কোনটি সুফিয়া কামালের কবিতা?

A নিমন্ত্রণ

B তাহারেই পড়ে মনে

C বনলতা যেন

D কবর

Solution

Correct Answer: Option B

- 'তাহারেই পড়ে মনে ' কবিতার রচয়িতা কবি 'সুফিয়া কামাল ' ।
- এ কবিতাটি ১৯৩৫ সালে 'মাসিক মোহম্মদী ' পত্রিকায় প্রকাশিত হয় ।

'জননী সাহসিকা' নামে পরিচিত সুফিয়া কামাল ২০ জুন, ১৯১১ খ্রিষ্টাব্দে বরিশালের শায়েস্তাবাদের রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস-কুমিল্লা। তিনি ২০ নভেম্বর ১৯৯৯ খ্রিষ্টাব্দে মারা যান ।
তার রচিত:
- বাসন্তী (প্রথম কবিতা); এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয় ১৯২৬ সালে।
- উদাত্ত পৃথিবী,
- মায়া কাজল,
- অভিযাত্রিক।
- সাঁঝের মায়া (প্রথম কাব্যগ্রন্থ); এটি প্রকাশিত হয় ১৯৩৮ সালে এবং এর মুখবন্ধ লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
- সৈনিক বধূ (প্রথম গল্প); এটি বরিশালের 'তরুন' পত্রিকায় ১৯২৩ সালে প্রকাশিত হয়।

সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ-
- সাঁঝের মায়া (১৯৩৮)
- মায়া কাজল (১৯৫১)
- মন ও জীবন (১৯৫৭)
- প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)
- উদাত্ত পৃথিবী (১৯৬৪)
- দিওয়ান (১৯৬৬)
- অভিযাত্রিক (১৯৬৯)
- মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)
- মোর জাদুদের সমাধি পরে (১৯৭২) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions