'সে সকাল থেকেই যাই যাই করছে।' এ বাক্যের 'যাই যাই ' কোন ধরনের পদ ?
Solution
Correct Answer: Option D
বাক্য: "সে সকাল থেকেই যাই যাই করছে।" এ বাক্যে 'করছে' হলো ক্রিয়া পদ, আর 'যাই যাই' ক্রিয়াকে বিশেষিত করছে।
অর্থাৎ, 'যাই যাই' হলো ক্রিয়া বিশেষণ কারণ এটি ক্রিয়ার ধরন বা অবস্থা নির্দেশ করছে।