দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন । বাংলা ভাষায় কোন কোন শব্দ , পদ বা অনুকার শব্দ , একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে , সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোন সম্প্রসারিত অর্থ প্রকাশ করে । এ ধরনের শব্দের পর পর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।
পদাত্মক দ্বিরুক্তির প্রয়োগঃ
১. ভাবের গভীরতা বোঝাতেঃ সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি এত খারাপ!
২. অনুভূতি বা ভাব বোঝাতেঃ ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
৩. বিশেষণ বোঝাতেঃ পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
৪. পৌনঃপুনিকতা বোঝাতেঃ ডেকে ডেকে হয়রান হয়েছি।
৫. ধ্বনিব্যঞ্জনাঃ ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।