'মনে মনে তুলনা করে দেখলাম'।এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে -

A ব্যাপ্তি অর্থে

B আধিক্য বোঝাতে

C বিশেষ্য রূপে

D ক্রিয়া বিশেষণরূপে

Solution

Correct Answer: Option D

একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্তি শব্দ বলে। যেমন -মনে মনে তুলনা করে দেখলাম । প্রদত্ত উদাহরণ 'মনে মনে' দ্বিরুক্তি ক্রিয়া বিশেষণরুপে ব্যবহৃত হয়েছে।
‘আমার জ্বর জ্বর লাগছে।’ এখানে ‘জ্বর জ্বর’ দ্বিরুক্ত শব্দটি ঠিক ‘জ্বর’ অর্থ প্রকাশ করছে না। জ্বরের ভাব প্রকাশ করছে।

দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার।
- শব্দের দ্বিরুক্তি,
- পদের দ্বিরুক্তি ও
- অনুকার দ্বিরুক্তি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions