Solution
Correct Answer: Option C
সংখ্যাবাচক শব্দ চার প্রকার।
- অঙ্কবাচক শব্দ
- পরিমাণ বা গণনাবাচক শব্দ
- ক্রম বা পূরণবাচক শব্দ
- তারিখবাচক শব্দ।
ক্রম বা পূরণবাচক শব্দঃ একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত কোন ব্যক্তি বা বস্তুর ক্রম বা পর্যায় বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়, তাকে ক্রম বা পূরণবাচক শব্দ বলে।
যেমন-সপ্তম লোকটিকে ডাক।