পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয়, তাক বলে-

A অলুক সমাস

B রূপক সমাস

C নিত্য সমাস

D প্রাদি সমাস

Solution

Correct Answer: Option D

প্র, পরা, প্রতি, অনু ইত্যাদি উপসর্গ পূর্বপদে যোগ হয়ে যে সমাস হয়, তাকে প্রাদি সমাস বলে। যেমন: অনুতে (পশ্চাৎ) যে তাপ = অনুতাপ, প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions