টাকা প্রতি মাসিক সুদের হার ৩ পয়সা হলে ৫০০ টাকার ১ বছরের সুদ কত?

A ১৩৪ টাকা 

B ১৮০ টাকা 

C ১৮৩ টাকা 

D ২০২ টাকা 

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে, মাসিক সুদের হার ৩ পয়সা প্রতি টাকা
৩ পয়সা = ৩/১০০ টাকা = ০.০৩ টাকা বা, ৩%
এখন,
মূলধন = ৫০০ টাকা
সময়কাল = ১ বছর = ১২ মাস
মাসিক সুদের হার = ৩%
আমরা জানি,
সুদ = (মূলধন × সুদের হার × সময়) / ১০০
= (৫০০ × ৩ × ১২) / ১০০
= ১৮,০০০ / ১০০
= ১৮০ টাকা
অতএব, ৫০০ টাকার ১ বছরের সুদ হবে ১৮০ টাকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions