বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকার ৪ বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা ৫ টাকা মুনাফায় কত টাকার ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে?
A ৩৯০ টাকা
B ৯৬০ টাকা
C ৪৩০ টাকা
D ১২৬০ টাকা
Solution
Correct Answer: Option B
১ম ক্ষেত্রে সুদ = ৫০০ × ৪ × (৬/১০০) = ১২০ টাকা
২য় ক্ষেত্রে সুদ = ২ বছর ৬ মাস = ৫/২ বছর
ধরি, আসল 'ক' টাকা
∴ ক × (৫/২) × (৫/১০০) = ১২০
বা, ক = ৯৬০ টাকা