২০ মিটার কাপড়কে তিন ভাইবোন অমিত, সুমিত ও চৈতির মধ্যে ৫ : ৩ : ২ অনুপাতে ভাগ করলে চৈতির কাপড়ের পরিমাণ কত? 

A ৪ মিটার 

B ৬ মিটার 

C ১০ মিটার 

D ১৫ মিটার 

Solution

Correct Answer: Option A

কাপড়ের পরিমাণ = ২০ মিটার
প্রদত্ত অনুপাত = ৫ : ৩ : ২
অনুপাতের যোগফল = ৫ + ৩ + ২ = ১০

অমিতের অংশ = ২০ মিটারের (৫/১০) অংশ = ১০ মিটার 

সুমিতের অংশ = ২০ মিটারের (৩/১০) অংশ = ৬ মিটার 

চৈতির অংশ = ২০ মিটারের (২/১০) অংশ = ৪ মিটার  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions