‘সকলকে মরতে হবে’-বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
A কর্তৃকারকে দ্বিতীয়া
B কর্মকারকে দ্বিতীয়া
C অপাদানে দ্বিতীয়া
D অধিকরণে দ্বিতীয়া
Solution
Correct Answer: Option B
-যাকে আশ্রয় করে ক্রিয়াসম্পন্ন হয় তাকে বলে কর্মকারক।
-ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক। এই বাক্যে 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে সকলকে। সুতরাং, সকলকে কর্মকারকে দ্বিতীয়া।