একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩ । বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ৬ সেমি হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? 

A √৩ সেমি 

B ৩ সেমি 

C ২√৩ সেমি 

D ২ সেমি 

Solution

Correct Answer: Option B

ধরি,

কোণ তিনটি x, ২x, ৩x

শর্তমতে, x + ২x + ৩x = ১৮০°

⇒৬x = ১৮০º

⇒x = ১৮০º/৬ = ৩০°

আবার,

৩x = ৩ ×৩০ ° = ৯০°

∴ ত্রিভুজটি সমকোণী।

এটি একটি ৩০-৬০-৯০ ত্রিভুজ।
এই ধরনের ত্রিভুজের বাহুগুলির অনুপাত হল:
ক্ষুদ্রতম বাহু : মধ্যম বাহু : বৃহত্তম বাহু = ১ : √৩ : ২
আমরা জানি, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ৬ সেমি। যদি আমরা এটিকে ২x ধরি, তাহলে
২x = ৬
বা, x = ৩
যেহেতু ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x, তাই এর মান হবে ৩ সেমি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions