একজন বোলার গড়ে ১৭ রান দিয়ে ৭টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৮ রান দিয়ে ৩টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?
Solution
Correct Answer: Option B
৭ উইকেট পেতে মোট রান দিতে হয় ( ১৭×৭) = ১১৯ রান
পরবর্তী ইনিংসে, ৩ উইকেট পেতে মোট রান দিতে হয় ( ৩ × ৮ ) = ২৪ রান
( ৭ + ৩ ) = ১০ উইকেট পেতে মোট রান দিতে হয় (১১৯+২৪ ) = ১৪৩
∴ উইকেট প্রতি গড় রান = (১৪৩/১০) = ১৪.৩