এক বক্স আঙ্গুর ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ আঙ্গুর ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়?
A ৩০০ টাকা লাভ
B ৩৫০ টাকা লাভ
C ৪০০ টাকা লাভ
D ৪৫০ টাকা লাভ
Solution
Correct Answer: Option C
ক্রয়মূল্য = ( ২৭৫০ + ৪৫০ ) = ৩২০০ টাকা
∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ৩৬০০ - ৩২০০
= ৪০০ টাকা