একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
Solution
Correct Answer: Option B
১০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ( ১০০-১০ ) = ৯০ টাকা
৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ( ১০০ + ৫ ) = ১০৫ টাকা
∴ বিক্রয়মূল্য বেশি ( ১০৫-৯০ ) = ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
" ১ " " " " (১০০/১৫) "
" ৪৫০ " " " " {(১০০×৪৫০)/১৫} "
= ৩০০০ টাকা