lnx/(x-1) এর মান নির্নয়ের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য ?

A x>0 অথবা x≠0

B x≥0 অথবা x≠1

C x>0 অথবা x≠1

D x≥0 অথবা x≠0

Solution

Correct Answer: Option C

দেয়া আছে, lnx/(x-1)
এখানে উত্তর হবে অপশন c) এর x>0 অথবা x≠1 ।
lnx=ln0 এবং x-1=1-1=0

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions