২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে ?
Solution
Correct Answer: Option B
আমরা জানি,
ক্রয়মূল্য + লাভ = বিক্রয়মূল্য
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা
এখন ঐকিক নিয়মে সমাধান করি:
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে লাভ ২৫ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে লাভ $\frac{25}{125}$ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা হলে লাভ $\frac{25 \times 15}{125}$ টাকা
= $\frac{15}{5}$ টাকা
= ৩ টাকা
$\therefore$ নির্ণেয় লাভ ৩ টাকা।
বিকল্প পদ্ধতি/শর্টকাট টেকনিক:
লাভের হার ২৫% হলে, এটি ভগ্নাংশে $\frac{25}{100}$ বা $\frac{1}{4}$।
এর মানে হলো, ক্রয়মূল্য ৪ টাকা হলে লাভ ১ টাকা।
তাহলে, বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ = ৪ + ১ = ৫ ভাগ।
প্রশ্নমতে, এই ৫ ভাগ সমান ১৫ টাকা।
৫ ভাগ = ১৫ টাকা
১ ভাগ = $\frac{15}{5}$ = ৩ টাকা
যেহেতু লাভ ১ ভাগ, তাই লাভ = ৩ টাকা।