সাতটি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে ১,২,৩,৪,৫,৬ এবং ৭ সেন্টিমিটার।কয়টি ক্ষেত্রে এদের চারটি বাহু দিয়ে চতুর্ভুজ অংকন সম্ভব নয় ?
Solution
Correct Answer: Option B
চতুর্ভুজের ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য অপর তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বড় হলে তা দ্বারা চতুর্ভুজ গঠিত হবেনা।
এক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য ৭ সেমি হলে এবং অপর ৩ টি বাহুর নিচের মতো করে সংযুক্ত হলে নিম্নোক্ত প্রক্রিয়ায় তা দ্বারা চতুর্ভুজ গঠিত হবে না
১।এক বাহু ৭ হলে ১+২+৪=৭ যা ৭ এর সমান।
২। ১+২+৩=৬<৭
৩।একবাহু ৬ হলে ১+২+৩=৬ যা ৬ এর সমান।
এই ৩ ক্ষেত্রে চতুর্ভুজ গঠিত হবে না।