২ সেমি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরের কোনো বিন্দু হতে অংকিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি?

A ৪.৫৮

B ৫.৩৮

C

D

Solution

Correct Answer: Option B

প্রশ্ন অনুযায়ী প্রথমে আমরা নিচের মতো করে চিত্র আকি।

আমরা জানি ,স্পর্শক সর্বদাই ব্যাসার্ধের সাথে সমকোণ তৈরি করে।
পিথাগোরাসের সূত্রানুযায়ী ,
AC2=OC2+OA2
or,(AC)2=52+22=25+4=29
or,AC=√29=5.38

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions