একটি ত্রিভূজের দুৃটি কোণের অনুপাত 3 : 4। তৃতীয় কোণটি ৭৫º হলে ছোট কোণটির পরিমাণ কত?

A ৪৮º

B ৮০º

C ৬৭º

D ৪৫º

Solution

Correct Answer: Option D

প্রথম ও দ্বিতীয় কোণদ্বয় যথাক্রমে 3x ও 4x হলে-
শর্তমতে, 3x + 4x + 75º = 180º
⇒ 7x = 105º
∴ x = 15

∴ ছোট কোণটির পরিমাণ ( 3 x 15) = 45º

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions