বাংলা সাহিত্যে কাকে 'কলম পেশা মজুর' বলা হয়?

A কায়কোবাদ

B মানিক বন্দ্যোপাধ্যায়

C কাজী আবদুল ওদুদ

D নুরুল মোমেন

Solution

Correct Answer: Option B

মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে “কলম পেশা মজুর” বলা হয় মানিক বন্দ্যোপাধ্যায়কে। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসঃ
- পদ্মানদীর মাঝি ,
- শহরবাসের ইতিকথা,
- পুতুল নাচের ইতিকথা,
- অহিংসা,
- শহরতলী,
- দিবারাত্রির কাব্য,
- জননী,
- চিহ্ন,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা,
- আরোগ্য ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions