আবুল মনসুর আহমদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
Solution
Correct Answer: Option A
- আবুল মনসুর আহমদের জন্ম ১৮৯৮ সালে ময়মনসিংহ জেলার ধানিখোলা গ্রামে। আবুল মনসুর আহমদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দৈনিক 'ইত্তেহাদ' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তিনি অনেকগুলো সাময়িক পত্রিকায় কাজ করেন, যেমনঃ সোলতান, মোহাম্মদী, দি মুসলমান, কৃষক, নবযুগ ও ইত্তেহাদ।
- ১৯৪৯ সালে আবুল মনসুর আহমদ আওয়ামী মুসলিম লীগ দল প্রতিষ্ঠায় গুরুত্তপুর্ণ ভূমিকা পালন করেন। যেখানে তিনি ১৯৫৩ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত আওয়ামী মুসলিম লীগের সহ-সভাপতি ছিলেন।
- তিনি যুক্তফ্রন্ট মন্ত্রীসভার স্বাস্থ্যমন্ত্রী (১৯৫৪) ছিলেন।
- ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ইশতেহার ছিল ২১ দফা। এই কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
∎ তার উপন্যাসগুলো হলোঃ
- সত্যমিথ্যা (১৯৫৩),
- হুযুর কেবলা (১৯৩৫)
- বাংলাদেশের কালচার (১৯৬৬)
- আসমানী পর্দা (১৯৬৪)
- জীবনক্ষুধা (১৯৫৫),
- আবে হায়াত (১৯৬৮)।