১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
A ৩৬ টাকা
B ৩৯ টাকা
C ৪০ টাকা
D ৪২ টাকা
Solution
Correct Answer: Option B
অনুপাতগুলোর যোগফল ( ২ + ৩ + ৫ ) = ১১
বৃহত্তম অংশ { ১৪৩ এর (৫/১১)} = ৬৫
ক্ষুদ্রতম অংশ { ১৪৩ এর (২/১১) } = ২৬
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = ( ৬৫ - ২৬) = ৩৯ টাকা ।