একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪: ১ হবে।
A ৮ গ্রাম
B ৬ গ্রাম
C ৩ গ্রাম
D ৪ গ্রাম
Solution
Correct Answer: Option D
অনুপাতদ্বয়ের যোগফল = ( ৩ + ১ ) = ৪
সোনার পরিমাণ { ১৬ এর (৩/৪)} = ১২ গ্রাম
তামার পরিমাণ { ১৬ এর (১/৪)} = ৪ গ্রাম
ধরি, x গ্রাম সোনা মেশাতে হবে
শর্তমতে, {(x+১২)/৪} = ৪/১
=> x + ১২ = ১৬ => x = ১৬ - ১২ = ৪ গ্রাম