সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে?
A ১৮২৯ সালে
B ১৮৩০ সালে
C ১৮৩১ সালে
D ১৮৩৯ সালে
Solution
Correct Answer: Option A
রাজা রামমোহন রায়ের চেষ্টায় ও সহযোগিতায় ১৮২৯ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা এবং শিশুকন্যা হত্যা নিষিদ্ধ করেন। সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায় ‘প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ’ গ্রন্হটি রচনা করেন।