শওকত ওসমানের কোন উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক নয়?
Solution
Correct Answer: Option D
• শওকত ওসমান বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন স্বনামখ্যাত লেখক ও কথাসাহিত্যিক। জন্মসূত্রে তাঁর নাম শেখ আজিজুর রহমান। তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-জাহান্নম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জলাঙ্গী ইত্যাদি।