বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
A সোমপুর বিহার
B শালবন বিহার
C সীতাকোট বিহার
D আনন্দ বিহার
Solution
Correct Answer: Option C
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার সীতাকোট বিহার। বিহারটি দিনাজপুর জেলার নবাবগঞ্জে অবস্থিত। খ্রিস্টীয় ৫ম-৬ষ্ঠ শতকে বিহারটি নির্মিত হয়।