জাকির,জসীমের চেয়ে যত ছোট,বশিরের থেকে ঠিক তত বছরের বড়।জসীম ও বশীরের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে,জাকিরের বয়স কত বছর ?

A ২০

B ২৮

C ৩২

D ৩০

Solution

Correct Answer: Option B

মনে করি,জাকির জসিমের চেয়ে=ক বছরের বড়
অতএব জসীমের বয়স=জাকির +ক
জসীম ও বশিরের বয়সের সমষ্টি=৫৬ বছর
জাকির-ক+জাকির+ক=৫৬
∴২ জাকির=৫৬ বছর
∴ জাকির=২৮ বছর

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions