সিস্টোলিক চাপ বলতে বুঝায়-

A হৃৎপিণ্ডের সংকোচন চাপ

B হৃৎপিণ্ডের প্রসারণ চাপ

C হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

-হৃৎপিণ্ড হৃদপেশি ধারা নির্মিত ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো অঙ্গ। এর সংকোচন ও প্রসারণের ফলে সারা দেহে রক্ত প্রবাহিত হয়।
-হৃৎপিণ্ডের সংকোচনজনিত চাপকে সিস্টোলিক চাপ এবং
-হৃৎপিণ্ডের প্রসারণজনিত চাপকে ডায়োস্টোলিক চাপ বলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions