মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
A স্টেথস্কোপ
B স্ফিগমোম্যানোমিটার
C কার্ডিওগ্রাফ
D ইকোকার্ডিওগ্রাফ
Solution
Correct Answer: Option B
- হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনির মধ্য দিয়ে প্রবাহকালে ধমনি প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে।
- মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র স্ফিগমোম্যানোমিটার।
- স্টেথোস্কোপ হল হৃৎপিন্ড ও ফুসফুস এর শব্দ নিরূপন যন্ত্র।