সমুদ্রস্রোতের অন্যতম কারণ-
A বায়ু প্রবাহের প্রভাব
B সমুদ্রের ঘূর্ণিঝড়
C সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
D সমুদ্রের পানিতে তাপের তারতম্য
Solution
Correct Answer: Option A
বায়ু প্রবাহের কারণে সমুদ্রস্রোতের উৎপত্তি হয়। বায়ু প্রবাহ সমুদ্রের উপরিভাগের পানির সাথে ঘর্ষণ তৈরি করে এবং ঘর্ষণের জন্য পানিতে ঘূর্ণন তৈরি করে। এছাড়াও উষ্ণতার তারতম্য, পৃথিবীরে আবর্তন প্রভৃতি কারণেও হয়।