একটি চতুর্ভুজ আঁকতে হলে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্ত জানা প্রয়োজন?
Solution
Correct Answer: Option C
একটি চতুর্ভুজ আঁকতে হলে ৫টি নিরপেক্ষ উপাত্ত জানা প্রয়োজন এবং ৫ ভাবে চতুর্ভুজ অঙ্গন সম্ভব।
১. চারটি বাহু ও একটি কোণ ⇒ মোট পাঁচটি
২. চারটি বাহু ও একটি কর্ণ ⇒ মোট পাঁচটি
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ ⇒ মোট পাঁচটি
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ ⇒ মোট পাঁচটি
৫. দুইটি বাহু ও তিনটি কোণ ⇒ মোট পাঁচটি
একটি বাহু ও ৪টি কোণ দ্বারা চতুর্ভুজ অংকন করা সম্ভব নয়।