Solution
Correct Answer: Option A
-মানুষের হৃদপিণ্ড – চার প্রকোষ্ঠবিশিষ্ট । উপরের প্রকোষ্ঠ(chambers) দুটিকে ডান ও বাম অলিন্দ(Atrium) এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম নিলয়(Ventricle) বলে। অলিন্দের প্রাচীর পাতলা। নিলয়ের প্রাচীর পুরু ও পেশিবহুল। অলিন্দ দুটি আন্তঃঅলিন্দ পর্দা এবং নিলয় দুটি আন্তঃনিলয় পর্দা দিয়ে পৃথক থাকে।
-প্রকোষ্ঠগুলোর কাজ ও সংযুক্তি
ক. বাম অলিন্দ- চারটি পালমোনারি শিরার সাথে যুক্ত
খ. ডান অলিন্দ – একটি ঊর্ধ্ব মহাশিরা এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে।
গ. বাম নিলয় – মহাধমনি উৎপত্তি ।
ঘ. ডান নিলয় – ফুসফুসীয় ধমনি উৎপত্তি ।