ঢাকার চক বাজারে বিখ্যাত 'বড় কাটরা' নির্মান করেন কে?
A শায়েস্তা খান
B মীর জুমলা
C শাহসুজা
D ঈশা খাঁ
Solution
Correct Answer: Option C
- মুঘল যুগে ‘কাটরা’ নামে বেশ কটি দালান নির্মাণ করা হয়েছিল। এগুলো ছিল অতিথিশালা।
- ঢাকায় ‘বড় কাটরা’ নির্মাণ করেন শাহ সুজা।ইহা চকের দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
- শায়েস্তাখাঁ চকবাজারে ছোট কাটরা নির্মাণ করেন।