'সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র!' - এটি কোন ধরনের বাক্য?
A বিস্ময়বোধক বাক্য
B নির্দেশক বাক্য
C অনুজ্ঞাসূচক বাক্য
D প্রশ্নবোধক বাক্য
Solution
Correct Answer: Option A
এই বাক্যটিতে বক্তার মনের আকস্মিক আবেগ বা বিস্ময় প্রকাশ পেয়েছে। বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন (!) ব্যবহার করা হয় অথবা বাক্যের গঠন ও শব্দের মাধ্যমে (যেমন: সত্যি!) মনের আবেগ প্রকাশ করা হয়, তাই এটি বিস্ময়বোধক বা আবেগসূচক বাক্য।