Solution
Correct Answer: Option A
- ক্লোলেরা এক প্রকার সবুজ এককোষী শৈবাল।
- এটি প্রোটিন খাদ্যের আদর্শ উৎস।
- ক্লোরেলায় ভিটামিন এ,বি,সি ও কে বিদ্যমান।পানি শোষনসহ মহাকাশযান ও ডুবোজাহাজের পরিবেশ দূষনমুক্ত রাখতে এবং খাদ্য ও অক্সিজেন উৎপাদনের উৎস হিসেবে ক্লোরেলা ব্যবহ্নত হয়।