Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
ক : খ = ৪ : ৭
খ : গ = ১০ : ৭
উভয় অনুপাতে ‘খ’ এর মান সমান করার জন্য ১ম অনুপাতকে ১০ দিয়ে এবং ২য় অনুপাতকে ৭ দিয়ে গুণ করি।
১ম অনুপাত হতে পাই,
ক : খ = (৪ × ১০) : (৭ × ১০) = ৪০ : ৭০
২য় অনুপাত হতে পাই,
খ : গ = (১০ × ৭) : (৭ × ৭) = ৭০ : ৪৯
সুতরাং, ক : খ : গ = ৪০ : ৭০ : ৪৯