Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
কোন শব্দযুগল একই অর্থ প্রকাশ করে?

A অভেদ, নির্জন

B ষণ্ড, বৃষ

C খগ, চামড়া

D দম্ভ, বলবান

Solution

Correct Answer: Option B

• ষাঁড় এর সমার্থক - ষণ্ড, বৃষ, বলদ, বৃষভ ইত্যাদি।
• একতা এর সমার্থক - অভেদ, ঐক্য, মিল।
• একান্ত এর সমার্থক - নির্জন, বিশেষ, নিজস্ব।
• ওজস্বী এর সমার্থক - বলবান, তেজস্বী, পরাক্রমশালী।
• দম্ভ এর সমার্থক - দেমাগ, বড়াই, উগ্র।
• আবরণ এর সমার্থক - চামড়া, খোলক, ছাল।
• খগ এর সমার্থক - খেচর, পাখি, বিহগ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions