বাংলা সাপ্তাহিক পত্রিকা 'ভ্রমর' সম্পাদনা করেন কে?
Solution
Correct Answer: Option C
• সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহোদর।
• তাঁরা দুজনই ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন।
• সঞ্জীবচন্দ্র বাংলা সাপ্তাহিক পত্রিকা ‘ভ্রমর’ সম্পাদনা করেন। অতঃপর তিনি ‘বঙ্গদর্শন’- এর সম্পাদক হিসেবে যোগ দেন।
• তিনি 'Bengal Ryots: Their Rights and Liabilities' (১৮৬৪) গ্রন্থ লিখে প্রথম খ্যাতি অর্জন করেন।
তাঁর রচিত প্রবন্ধঃ
- যাত্রা,
- বাল্যবিবাহ,
- সৎকার,
- বৈজিকতত্ত্ব,
- বৃত্রসংহার।
- 'পালামৌ' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী।
তাঁর রচিত গল্পঃ
- রামেশ্বরের অদৃষ্ট,
- দামিনী।
তাঁর রচিত উপন্যাসঃ
- কণ্ঠমালা,
- জালপ্রতাপ চাঁদ,
- মাধবীলতা ইত্যাদি।