'সমিতিতে চাঁদা দিতে হয়' এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?
A কর্তৃবাচ্য
B কর্মবাচ্য
C ভাববাচ্য
D কর্ম-কর্তৃবাচ্য
Solution
Correct Answer: Option B
কর্মবাচ্য :- যে বাচ্যে কর্মপদটি কর্তৃপদে পরিণত হয়ে বাচ্যে প্রাধান্য পায় এবং ক্রিয়া, কর্মের অনুগামী হয় তাকে কর্মবাচ্য বলে । যেমন— পুলিশ কর্তৃক চোরটি ধৃত হল । মীরার দ্বারা গানটা গাওয়া হল ।সমিতিতে চাঁদা দিতে হয়।