দুটি সংখ্যার সমষ্টি ১৫ এবং তাদের বর্গের সমষ্টি ১১৩। সংখ্যা দুটি বের কর।

A ৬ ও ৯

B ৭ ও ৮

C ১০ ও ৫

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে, x+y=15 এবং x2+y2=113
আমরা জানি, (x+y)2=x2+2xy+y2
     or,152=113+2xy
    or,225-113=2xy
    xy=112/2=56
56 এ  x ও y এর মান হিসেবে তিনটি সংখ্যাযুগল 2  ও 28, 4 ও 14,7 ও 8  আছে।
এদের মাঝে শুধু  7,8 সংখ্যাযুগলটি প্রশ্নের শর্তকে সিদ্ধ করে।
সুতরাং সংখ্যা দুটি হচ্ছে  7 ও 8 ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions