দুটি সংখ্যার অনুপাত ২ঃ৩ এবং তাদের গ সা গু ও ল সা গু এর গুণফল ৩৩৭৫০ হলে, সংখ্যা দুটির যোগফল কত?
Solution
Correct Answer: Option D
মনে করি,সংখ্যা দুটি =2x ও 3x
সংখ্যা দুটির গুণফল =2x×3x=6x2
শর্তমতে, 6x2=33750
বা, x2=33750/6
বা, x2=5625
x=√5625=75
অতএব দুটির যোগফল= 2x+3x=5x=5×75=375