50 কে এমন দুই অংশে বিভক্ত কর যেন ,এক অংশের দ্বিগুণ 75 অপেক্ষা যত কম,অপর অংশের তিনগুণ 45 অপেক্ষা তত বেশি ।
A 25 ও 30
B 30 ও 20
C 50 ও 40
D 50 ও 45
Solution
Correct Answer: Option B
ধরি ,একটি অংশ x
অপর অংশটি (50-x)
শর্তমতে,75-2x=3(50-x)-45
or,75-2x=150-3x-45
or,-2x+3x=150-45-75
or,x=30
একটি অংশ 30 এবং অপর অংশ (50-30)=20
সুতরাং নির্নেয় অংশ= 30 এবং অপর অংশ 20 ।