একটি শহরের লোকসংখ্যা পর পর তিন বছর যথাক্রমে ২০%,৪০% এবং ৬০% কমে গেল।প্রাথমিক লোকসংখ্যা ১০০০০ হলে ,তিন বছর পর লোকসংখ্যা কত হবে?

A ১৯২০০

B ১১৫০

C ১১৫৫৩

D ১৯২০

Solution

Correct Answer: Option D

তিন বছর পর লোকসংখ্যা হবে
১০০০০ ×(৮০/১০০) ×(৬০/১০০) ×(৪০/১০০)
=১০ ×৮ ×৬ ×৪
=১৯২০ জন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions