একটি শহরের লোকসংখ্যা পর পর তিন বছর যথাক্রমে ২০%,৪০% এবং ৬০% কমে গেল।প্রাথমিক লোকসংখ্যা ১০০০০ হলে ,তিন বছর পর লোকসংখ্যা কত হবে?
A ১৯২০০
B ১১৫০
C ১১৫৫৩
D ১৯২০
Solution
Correct Answer: Option D
তিন বছর পর লোকসংখ্যা হবে
১০০০০ ×(৮০/১০০) ×(৬০/১০০) ×(৪০/১০০)
=১০ ×৮ ×৬ ×৪
=১৯২০ জন