✔ আইসোথার্ম: আইসো অর্থ একই বা সমান এবং থার্ম অর্থ তামমাত্রা ।একটি নির্দিষ্ট সময়ে বা কোন একটি নির্দিষ্ট সময়ে গড়ে মানচিত্রে একই তাপমাত্রার বিন্দুসমূহকে সংযোগকারী রেখাকে আইথার্ম বলে। সমতাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
✔ আইসোবার: সমচাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
✔ আইসোহাইট: সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে সংযোগকারী রেখাকে আইসোহাইট বলে।
✔ আইসোহেলাইন: সমুদ্রের সমলবণাক্ততা সম্পন্ন স্থানসমূহের সংযোগকারী রেখা। আইসো অর্থ একই বা সমান এবং হেলাইন অর্থ লবণাক্ততা।কোন জলীয় সিস্টেমে সমলবণাক্ততা বিশিষ্ট বিন্দুসমূহকে সংযোগকারী রেখাকে আইসোহেলাইন বলে